এম এ আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধি:কুমিল্লার চৌদ্দগ্রামে বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানা পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডি আইজি জনাব আনোয়ার হোসেন।
সোমবার (২১ডিসেম্বর) বিকালে তিনি চৌদ্দগ্রাম থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারগুলো সহ থানায় রক্ষিত অস্ত্র পরিদর্শন করেন। পরিদর্শন কাজে সহযোগিতা করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা। এর আগে থানা পরিদর্শনের উদ্দেশ্যে চট্টগ্রাম রেঞ্জের ডি আইজি জনাব আনোয়ার হোসেন মহোদয় চৌদ্দগ্রাম থানায় পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান,সিনিয়র সহঃ পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মোঃ সাইফুল ইসলাম সাইফ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জণ চাকমা নেতৃত্বে, (ওসি) (তদন্ত) ত্রিনাথ সাহা,কনকাপৈত পুলিশ (তদন্ত) কেন্দ্রর ইনচার্জ মোঃ কাইছার হামিদ, এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জণ চাকমা নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার ও সশস্ত্র সালাম প্রদান করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডি আইজি জনাব আনোয়ার হোসেন পরিদর্শন ও অভিবাদন গ্রহন শেষে থানা পুলিশের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন এবং দিক নির্দেশনা প্রদান করেন।তিনি বলেন শান্তিশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশের যে ভূমিকা আছে সেটি পেশাদারত্বের সঙ্গে পালন করবে নতুন টিম, আমার দায়িত্ব পালনকালে কোন কর্মকর্তা ঘুরেফিরে এক জায়গায় থাকার সুযোগ পাবে না। তবে চাকরি করতে এসে এক থানার পাশের থানায় চাকরি করতে পারবে না এমন বিধি-নিষেধ নেই।
সাম্প্রতিক সময়ে অনেকগুলো কারণে কিছুটা শিথিল হয়েছিল পুলিশের কার্যক্রম। সেই শিথিলতা দ্রুত কাটিয়ে উঠবে থানা নির্যাতিত-নিপীড়িত মানুষের জায়গা। এখানে কোন দালালকে ঘেঁষতে দেয়া হবে না। দালালরা বিন্দু পরিমাণ ছাড় পাবে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন থানায় কর্মরত এসআই, এএসআই, কনস্টেবল সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :