এম এ আলম: চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মরহুম হুমায়ন রহমানের কবর জিয়ারত করেছেন চিওড়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে চিওড়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় হুমায়ুন রহমানের কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, সহ-সভাপতি আবদুল্লাহ আল কাফী কাদের, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পদাক কাজী মীর হোসেন, উপজেলা যুবদল নেতা মোঃ ইয়াছিন, ইউনিয়ন যুবদল নেতা মোঃ কাসেম, ইউনিয়ান ৮ নং ওয়াড সাধরন সম্পদাক আলী হায়দারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জিয়ারতকালে মোনাজাত পরিচালনা করেন কান্দিরপাড় জামে মসজিদের খতিব আব্দুল লতিফ। কবর জিয়ারত শেষে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান জানান, ‘হুমায়ুন রহমান আমাদের দলের একজন অভিভাবক ছিলেন। তাঁর মৃত্যুতে দল ও এলাকার অপূরণীয় ক্ষতি হয়েছে। মহান আল্লাহর নিকট তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছি’।
আপনার মতামত লিখুন :