জগন্নাথ দিঘী নারায়নকরা মাদ্রাসার সাবেক মুহাদ্দেস মাওলানা আব্দুর রহমান দাফন সম্পন্ন


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২০, ৫:৪৪ অপরাহ্ন /
জগন্নাথ দিঘী নারায়নকরা মাদ্রাসার সাবেক মুহাদ্দেস মাওলানা আব্দুর রহমান দাফন সম্পন্ন

এম এ আলম,চৌদ্দগ্রাম প্রতিনিধি: চৌদ্দগ্রাম বাতিসা ইউনিয়ান দূর্গাপুর গ্রামের শতবৎসরের প্রবীণ হাজরো ছাত্রের শিক্ষক নারায়নকরা মাদ্রাসার সাবেক মুহাদ্দেস মাওলানা মোহাম্মদ আবদুর রহমান গতকাল (২৫ ডিসেম্বর ) শুক্রবার সন্ধ্যায় ৫•৩০মিঃ বার্ধক্যজনিত কারণে তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজীউন) মৃত্যু কালে তিনি স্ত্রীসহ ০৫ ছেলে ও ০১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।আজ শনিবার (২৬ ডিসেম্বর ) সকাল ১০ টা মরহুমকে আমজাদের বাজার মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে জানাযা শেষে পারিবারিক কবরস্থান আমজাদের বাজার মাদ্রাসা সামনে কবরস্থানে তাহাকে দাফন করা হয়। জানাযায় নামাজে উপস্থিত থেকে মরহুমের স্মৃতিচারণ করেন, বিজয়করা হুজুর মাওঃ মোহম্মদ আলী, মাওঃ রফিকুল ইসলাম,মাওঃ আব্দুল কাসেম, মাওঃ আব্দুল রাজাক আল-জাফরি, মাওঃ মোঃ ফয়েজ উল্লাহ, মাওঃ মোঃ ইউনুছ, মাওঃ মোঃ সৈয়দ মোঃ জাকারিয়া , মাওঃ মোঃ ইব্রাহিম, মাওঃ মোঃ মোজ্জাফের হোসেন, মাওঃ মোঃ আমিনুউল হক, হাজ্জী মোস্তফা, মাওঃ ইমরান, আরো উপস্থিত ছিলেন আমজাদের বাজার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াছিন আরাফাত, আমজাদের বাজার বঙ্গবন্ধু পরিষদের,সাধরন সম্পদাক হাজ্জী মোঃ আব্দুল করিম,আমজাদের বাজার বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টায়,মো নজির আহম্মদ ড্রাইভার, মোঃ এছান উল্লাহ,মোঃ হাজ্জী আব্দুল হাসেম,আমাজাদের বাজের বিশিষ্ট ব্যবসায়ী মো ইয়াছিন, এদিকে তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আশ পাশের বিভিন্ন মাদ্রাসা থেকে আসা শিক্ষক ও হাজারো ছাত্র আত্মীয়-স্বজন আলেম-ওলামা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযায় নামাজ পড়ান মরহুমের মেজু ছেলে আমজাদের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ মোঃ ওহিদুল্লাহ।