করোনার কি সাধ্য – এলাচি আক্তার


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২০, ৬:২৮ অপরাহ্ন /
করোনার কি সাধ্য – এলাচি আক্তার

করোনার কি সাধ্য
– এলাচি আক্তার
—— —— ——
যদি তোমায় করোনায় পেয়ে বসে
জড়িয়ে যায় সে তোমার আষ্টেপৃষ্ঠে
সমাজ সংসার পরিবার তোমায় যায় ছেড়ে
তুমি ভাবছো মিছে দুনিয়ায় মিছে সব মায়া
ঠিক তখনি দেখবে চোখ মেলে
বসে আছি তোমার শিওড়ে
তব হাত দুখানা বুকে জড়ায়ে।
তোমার প্রতিক্ষণের যাতনা
আমার হৃদয় চিড়ে আঁকছে আলপনা
ভয় পেওনা তুমি
আর কেউ থাক বা না থাক আমিতো আছি।
হবো তোমার শেষ বিদায়ের সাথী।
আজন্ম পূজি যারে দেবতা রুপে
করোনা কি পারে তারে ভুলাতে!
তোমার বিরহে যে অবিরত দহি
পুড়ে ছাই তবুও বিচ্ছেদ নাহি যাচি
করোনার কি সাধ্য বলো দূরে সরাবে আমায়!
করোনাকে পায়ে দলে তব প্রেম বন্দনা করি
জীবন নহে ভালোবাসার চেয়ে দামী।।