আশরাফুল ইসলাম রনজু, রাজশাহীর তানোরঃ রাজশাহীর গোদাগাড়ীতে মুজিববর্ষে ২৮৮ ভূমিহীন পরিবারের স্থায়ীয় ঠিকানায় ঠাঁই হচ্ছে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন-ভূমিহীনদের জন্য উপহার হিসাবে বাড়ী নির্মাণ কাজ দ্রুতগতিতে চলছে। ৯০ ভাগ কাজ শেষ হওয়ায় নির্মাণধীন বাড়ীগুলো দৃশ্যমান হয়েছে। সবুজ টিনের ছাউনির তৈরি পাকা বাড়িগুলো নির্মিত দেখে গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলো খুবই আনন্দিত।
বুধবার (৩০ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামে ১৯টি নির্মানধীন বাড়ি পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ন কবীর খোন্দকার ও জেলা প্রশাসক আব্দুল জলিল। এ সময় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে বাড়ি বরাদ্দ পেয়ে আনন্দ প্রকাশ করে শাহিনুর বেগম বলেন, নদী ভাঙনে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় আশ্রয়স্থল ছিল না। এতে করে পরিবার-পরিজন মানবেতর জীবনযাপন করে আসছি। তবে বাড়ি পাওয়ায় এখন থেকে আর কষ্ট থাকবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম, সহকারী কমিশনার ভূমি নাজমুন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির ও মাটিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল করিম শিবলী উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বলেন, ৪ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে উপজেলা ৯টি ইউনিয়নে ২৮০টি বাড়ি নির্মাণ করা হচ্ছে। ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর গৃহহীন ও ভূমিহীনদের মাঝে বরাদ্দকৃত বাড়ি হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :