এম এ আলম,চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কাছারীপাড়া প্রবাসী সমাজকল্যাণ তহবিলের উদ্যোগে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ঐতিহ্যবাহি কাছারীপাড়া ফাজিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ মেম্বার। কাছারীপাড়া যুব পরিষদের সাধারণত সম্পাদক মোঃ ইমরান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ব্যাংক হোল্ডার ও ইভেন্ট সমন্বয়ক মোঃ খোরশেদ আলম ডিলার। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক আলহাজ্ব মোঃ আব্দুল মতিন মাসুম, উপাধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কাইউম, ডাক্তার তাজুল ইসলাম, সাংবাদিক হাসান মুহাঃ জহির, সাংবাদিক আহসান হাবিব, মাওলানা সিরাজুল ইসলাম, মাষ্টার সফিকুর রহমান ও খোরশেদ আলম প্রমূখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী ইদ্রিস মিয়া, আরিফ বিল্লাহ, হাজী সফিকুর রহমান, আইউব আলী, আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক, মাও: রেজাউল করিম, গোলাম আজম শামীম, কন্ট্রাক্টর বিল্লাল হোসেন, ডাঃ আমান, আব্দুর রব, আব্দুল খালেক, রুবেল, সোহেল রানা, রবিউল, আমিন, আবুল বশার, আবু মুছা, আব্দুস সালাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :