এম এ আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধি:“নতুন বছর, নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন” এই স্লোগানে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দেগ্রামের কনকাপৈত ইউনিয়নের করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেনে উৎসব মুখর পরিবেশে ক্ষুদ্র পরিসরে পালিত হয়েছে বই উৎসব-২০২১।রবিবার (৩ জানুয়ারি) সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো: ফারুক বেপারীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করপাটি গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, কনকাপৈত ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: ইসমাইল হোসেন শাকিল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আহম্মেদ, বিদ্যালয়ের শিক্ষক মো: ইউনুস মিয়া, মো: রবিউল হাছান পাটোয়ারী, মোসা: তাক্বওয়া আক্তার, মোসা: খাদিজা আক্তার, মোসা: আকলিমা আক্তার প্রমুখ।এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রবাসী মো: খোরশেদ আলম অপু, ছাত্রনেতা মোর্শেদ আলম টিপু, মো: জাহিদ হোসেন জনি, মেহেদী হাসান রনি, মো: ফাহাদ হোসেন, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ, সচেতন অভিভাবকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বছরের প্রথম দিনই যাতে শিক্ষার্থীরা নতুন বই পায় সেজন্য গত ৩১ ডিসেম্বর ২০২০ বই উৎসবের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আপনার মতামত লিখুন :