আশরাফুল ইসলাম রনজু, রাজশাহীর তানোর:
রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীসহ মোট ৪৭ জনের মনোনয়নপত্র বৈধ সঠিক বলে রিটার্নিং অফিসার ঘোষণা করেছেন । তবে ৩৩ জনের মধ্যে দুইজন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার সকালে আসন্ন মুণ্ডমালা পৌরসভা নির্বাচনে যাচাই-বাছাই শেষে বিকেল ৫ টার দিকে উপজেলা রিটার্নিং অফিসার ও তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো ৩ মেয়র প্রার্থী ১৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলার ও সাধারণ কাউন্সিলার ৩৩ জনের মধ্যে ৩১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। মেয়র পদ প্রার্থীরা হলেন, আ’লীগ মনোনীত প্রার্থী আমির হোসেন আমিন, বিএনপি
মনোনীত প্রার্থী ফিরোজ কবির ও স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান। যাচাই-বাছাইয়ের সময় উপস্থিত ছিলেন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্স ইনচার্জ রাকিবুল ইসলামসহ সকল প্রার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ কাউন্সিলার প্রার্থীর ঋণ খেলাপির দায়ে ১নংওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী ওমর আলী,৬নংওয়ার্ডে কাউন্সিলার প্রার্থী তহুরুল আলীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় ।
আপনার মতামত লিখুন :