খালেদ আহমেদ,সিলেটঃ আজ বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। পিতা মুজিবের আদর্শে চলা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন ভাবে অসহায় নিপীড়িত মানুষের পাশে থেকে তাদের দুঃখ, দুর্দশা ঘুচিয়ে দিয়েছেন ঠিক তেমনি ভাবে তার আদর্শ অনুসরণ করে বাংলাদেশ ছাত্রলীগ মানুষের তরে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ ছাত্রলীগ
বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানা চড়াই উৎরাই পেরিয়ে ৭৩ বছর পূর্ণ করছে সোমবার।
দেশভাগের পর ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল থেকে সংগঠনটির যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’। পাকিস্তান আমলেই ‘মুসলিম’ শব্দটি ছেঁটে ফেলা হয়। স্বাধীনতার পর নাম হয় ‘বাংলাদেশ ছাত্রলীগ’।
গত সাত দশকে সংগঠনটি পেরিয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আর নব্বইয়ের দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ঝঞ্ঝামুখর সময়।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ভবনে দেয়ালিকা ও গ্রাফিতি অঙ্কন করা হয়েছে।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালন করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। ৪ জানুয়ারি সোমবার সকাল বিকেল ৪টায় এ কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়.এসময় উপস্থিত
সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারন সম্পাদক নাজমুল ইসলাম রুমন.মহানগর যুবলীগ নেতা মাহবুবুল হক শাহীন,মুবিন চৌধরী,তান্না খান,এবং ছাত্রলীগ নেতা সাগর,শাওন,দিপু,টিপু আফসার সহ প্রমুখ।
আপনার মতামত লিখুন :