রাজশাহীর তানোর থানা পুলিশ বিভিন্ন অপরাধে জন্য ৭৫ জন গ্রেপ্তার করেছে।


admin প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২১, ২:৩৮ অপরাহ্ন /
রাজশাহীর তানোর থানা পুলিশ বিভিন্ন অপরাধে জন্য ৭৫ জন গ্রেপ্তার করেছে।

আশরাফুল ইসলাম রনজু, রাজশাহী প্রতিনিধিঃঃ রাজশাহীর তানোর থানা পুলিশ গত ডিসেম্বর মাসে ৭৩ জনকে বিভিন্ন অপরাধের দায়ে গ্রেফতার করেছে। তবে গত নভেম্বর মাসে বিভিন্ন অপরাধের জন্যে ১শত ৯জনকে আসামি কে গ্রেফতার করেছিল তানোর পুলিশ।এর মধ্যে জিআর-৩১/১৯ এর গ্রেফতারী মুলতবী পরোয়ানাভূক্ত নিয়মিত মামলার আসামি , মাদকদ্রব্যের, রয়েছে সাজা প্রাপ্ত, মাদকদ্রব্য উদ্ধার, মাদকদ্রব্য গ্রহণ করার দায়ের আসামি রয়েছে। হেরোইন,গাঁজা, চুলাই মদ সহ বিভিন্ন মাদক দ্রব্য আসামি গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, মাদকদ্রব্য কে জিরো টলারেন্স আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে তানোর থানা পুলিশ (১)মোঃ কুদ্দুস আলী (৩৪), পিতা-মৃত সিদ্দিকুর রহমান,সিধাইড়,( ২)মোঃ মিঠুন(২৩), পিতা-মোঃ ইয়ানুস আলী, কুঠিপাড়া, (৩) মোঃ আঃ বারিক,পিতা-মোঃহুজুরআলী,বিহারইল,সাজা প্রাপ্ত (০১বছর০৬মাস)পরোয়ানাভূক্ত আসামী (৪)মোঃ অসীম আলী, পিতা-মোঃ রফিকুল ইসলাম, পরানপুর, আর্দশগ্রাম,(৫) শ্রী স্বপন কুমার(৩৮), পিতা-শ্রী শিবনাথ কুমার, মালশিরা(হিন্দুপাড়া), ১০(দশ) গ্রাম গাঁজা সহ, গ্রেফতার করে। (৬) মোঃ রবিউল ইসলাম, পিতা-জানিফ, পাঁচন্দন উত্তরপাড়া, গ্রেফতারী মুলতবী পরোয়ানাভূক্ত আসামী( ৭)মোঃ তোফাজ্জল হোসেন(৩০), পিতা-নিলমন মন্ডল, কচুয়া, আসামী (৮) মোছাঃ জায়েদা বিবি(৪৭) স্বামী-মোঃ অাজিমুদ্দিন চুনিয়াপাড়া, ১০০(একশত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার (৯) মোঃ হাবিব(৪৮)পিতা-মৃত খোদা বক্স (১০) মোঃ আবুল কাশেমে ভুলু (৫৮), পিতা-মৃত লালু প্রাং, উভয় মালশিরা নিজপাড়া (১১) মোঃ কাবিরুল ইসলাম মাসুদ(৪০), পিতা- মোঃ আব্দুস শুকুর বালু গ্রাম সদর, চাঁপাইনবাবগঞ্জ, (১২) মোঃ নজরুল ইসলাম (৩৮), পিতা- মোঃ মতিউর রহমান রাইতবর্ষয়(১৩) মোঃ ফজলুর রহমান(২৫), পিতা-মৃত নুরু মন্ডল, মোহাম্মদপুর(১৪) মোঃ জালাল উদ্দিন (৫০), পিতা- মৃত শামছুদ্দিন (১৫)মোঃ আঃ রহিম (৩৫), পিতা- মৃত মজিবর রহমান (১৬) মোঃ জাহাঙ্গীর আলম (৩৬), পিতা- মোঃ আনিছুর রহমান সর্ব ডাঙ্গাপাড়া (১৭) শ্রীমতি রুমালী হেমরম (৩২), স্বামী শ্রী রমেশ মার্ডি গ্রাম- কালুপাড়া (১৮)মোঃ আব্দুর রশিদ (৫৮), পিতা- মৃত- আঃ মজিদ সরকার কন্দপুর (১৯) মোঃ সুলতান হোসেন (৩০), পিতা- মোঃ আলাউদ্দিন ওরফে রবু গ্কোয়েল(হাট পশ্চিমপাড়া) ১০৫ (একশত পাঁচ) লিটার চোলাইমদসহ গ্রেফতার করে। (২০) মোঃ বেলাল মোল্লা(২৬), পিতা-মোঃ আলতাব মোল্লা আমশো দক্ষিনপাড়া, ০৬(ছয়) গ্রাম হেরোইন আসামী(২১) মোঃ লিটন (৩৪), পিতা-মোঃ আবু তাহির কুন্দাইল, আসামী (২২) মোঃ সাদ্দাম হোসেন(২৬), পিতা-মৃত শুকুর আলী রামনাথপুর
আসামী (২৩)মোঃ কুদরত আলী (৫৩), পিতা- মৃতঃ শুকুর মিয়া তালন্দ, (২৪)মোঃ আব্দুস সামাদ (৫০), পিতা- মোঃ ইয়ার কবিরাজ তমির গ্মহিশো পশ্চিমপাড়া, থানা-নিয়ামতপুর, নওগাঁ (২৫) মোঃ দুলাল হোসেন (৫৫), পিতা- মৃত তছির উদ্দিন গ্রাম-কালীগ্রাম (কাচারীমাঠ) থানা- মান্দা, জেলা-নওগাঁ (২৬)মোঃ মিলন সরদার রিফাত (২৫), পিতা- মোঃ আঃ হাকিম গ্চাপড়া (পশ্চিমপাড়া , (২৭) মোঃ নজরুল ইসলাম (৫৯), পিতা- মৃত ধরিয়া মন্ডল, ধানোরা (২৮)মোঃ তাসলিম আলী (৪৫), পিতা-মোঃ আজাহার আলী গ্রাম-জিওল(উত্তর পাড়া) (২৯) মোঃ এনামুল হক (২৮), পিতা- মোঃ সাইদুল ইসলাম গ্রাম- বুরুজ ২০(বিশ) গ্রাম গাঁজা এবং আসামী (৩০)শ্রী মতিন হেমরম (৫৮), পিতা- মৃত আমিন হেমরম মালশিরা (৩১) মোঃ আব্দুল হালিম(৩৯), পিতা-আব্দুল সামেদ, ইলামদহী, (৩২)মোঃ মইজুদ্দিন(৩৩), পিতা-মৃত শামছুদ্দিন, পাঁচন্দর সল্লাপাড়া (৩৪) মোঃ ফিরোজ আলী(২৫), পিতা-মোঃ আছর আলী, সাং-রায়তান বাজে আকচা,( ৩৫) মোঃ রায়হান বাবু (২৫) পিতা-রিয়াজ উদ্দিন রায়তান (৩৬)মোঃ সেতাবুর রহমান(২৯) পিতা-মোঃ রবিউল ইসলাম বুরুজ,আসামী (৩৭) মোঃ আফজাল আলফাজ (৩৫) পিতা-মোঃ আঃ মজিদ মোহর,
(৩৮)মোঃ আইয়ুব আলী(৫০), পিতা-মৃত তৈয়ব আলী, সাং-রায়তান বাজে আকচা, (৩৯) মোঃ সিহাব আলী(২৮), পিতা-মোঃ সাইফুল ইসলাম, মাসিন্দা,( ৪০) মোঃ সুজন(৩০), পিতা-মোঃ লুৎফর রহমান, (৪১)মোঃ জামাল উদ্দিন (৩৭), পিতা-মৃত আছির উদ্দিন, উভয় চক রহমত, (৪২) মোঃ কাওছার আলী(৪০), পিতা-মৃত আলহাজ্ব মাদার বক্স, দুবইল সাহাপুর, ০২(দুই) গ্রাম হেরোইনসহ (৪৩)মোঃ সুমন আলী(২৯), পিতা-মোঃ আব্দুস সামাদ,করিমপুর মধ্যপাড়া, (৪৪) মোঃ স্বপন আলী(২৯), পিতা-মোঃ তাজিম উদ্দিন, হাসনাপাড়া (৪৫) মোঃ সাইদুর রহমান(৪৩), পিতা-মৃত আঃ হামিদ মোল্লা, বারঘরিয়া, ( ৪৬) মোঃ মাসুদ রানা(২৫), পিতা-মোঃ মুনছুর আলী, ধানতৈর, ২০(বিশ) গাঁজাসহ গ্রেফতার এবং অন্যান্য ধারার নিয়মিত মামলার আসামী (৪৭)মোঃ সুমন (২৭), পিতা- মোঃ আজগর আলী (৪৮)মোঃ আহসান আলী (২৯), পিতা- মোঃ আজগর আলী (৪৯)মোঃ সুজন(২২), পিতা- মোঃ আজগর আলী বানিয়াল (৫০) মোঃ জহির উদ্দিন(৪৪), পিতা-মৃত- তালেব আলী, চকরহমতপুর,( ৫১)মোঃ মাসুদ রানা (২৭), পিতা-মোঃ জহির, আজিজপুর (৫২) মোঃ শামীম ইসলাম (২৯), পিতা-মোঃ শফিকুল ইসলাম, পশ্চিম রায়তান বড়শো, ( ৫৩) মোঃ আয়নাল হক(৪২), পিতা-মৃত জয়নাল, গুবিরপাড়া,( ৫৪) মোজাহিদুল (৪১), পিতা-মোঃআঃকরিম,আমনুরাথানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, (৫৫)মোছাঃ রসুনা(২৯), স্বামী- মোঃ আঃ সালাম,ভাতরন্ড, (৫৬) মোছাঃ রাজিয়া খাতুন(৩১), স্বামী-মোঃ গোলবার, পাঁচন্দর, সাজা প্রাপ্ত আসামী( ৫৭)মোঃ আনেস আলী(৩৯), পিতা-মৃত তাহের উদ্দিন, পাঁচন্দর, (৫৮) মোঃ রব্বানী(৩৫) , পিতা-মেহের আলী, পাচন্দর, (৫৯)মোঃ জোগা (৩৩), পিতা-মেহের আলী, ( ৬০) মোঃ রকি(২২), পিতা- মোঃ মাহবুব রহমান, চুনিয়াপাড়া, ও ০৪(চার) বছরের সাজা প্রাপ্ত আসামী (৬১) মোঃ আঃ মান্নান(২৭), পিতা- মোঃ মুনসাদ আলী খড়িকুল্লাহ, (৬২)মোঃ আবুল কালাম আজাদ(৩৬), পিতা-মৃত মুক্তার হোসেন, আমশো (৬৩)মোঃ জামিরুল ইসলাম (৪২), পিতা-আঃ মজিদ, রায়তন বড়শো কালিগঞ্জ ( ৬৪) মোঃশফিকুলইসলাম(৪১)পিতা-মোঃআঃলতিফ,বাগচর,থানা-চাপাইনবাবগঞ্জ সদর ( ৬৫)মোঃ আব্দুর রহমান(৩১) পিতা-মৃত ককিলুদ্দিন ফকির, মাইড়া মোক্তার পাড়া, ( ৬৬)মোঃ খাইরুল ইসলাম(৪৭), (৬৭) মোঃ নুরুল ইসলাম(৩৭), উভয় পিতা-মোঃ অহির বক্স, (৬৮)মোঃ তুষার(২২), পিতা-মোঃ হাসেশ মিয়া রায়তান বড়শো, (৬৯) মোঃ মিজানুর রহমান মন্ডল(৭০), পিতা-মোঃ নওশের আলী মন্ডল, ভাগলা, (৭১) মোঃ শামশল আলম জুয়েল(৪১), পিতা-সৈয়দ আলী মিয়া, সাং-বুরুজ এবং (৭২)মোঃ রুস্তম আলী(৩৩), পিতা-মোঃ আব্দুল গফুর মন্ডল, সরনজাই বিজ্ঞ আদালতের মাধ্যমে এদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।