ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান মাহবুবুল হক শাহীন


admin প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২১, ১২:১৮ পূর্বাহ্ন /
ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান মাহবুবুল হক শাহীন

খালেদ আহমেদ:অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত দরগাপাশা ইউনিয়ন ইউপি নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এলাকাবাসীর বিগত বছরের দাবি পূরণে নৌকার মাঝি হতে চান মাহবুবুল হক শাহীন।

আসছে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হিসেবে সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা মাহবুবুল হক শাহীন তিনি দরগাপাশা ইউনিয়ন ৭নং ওয়াড কাবিলাখাই গ্রামের বাসিন্দা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে এলাকাবাসীর মাঝে ঐক্য আরও সুদৃঢ় হচ্ছে বলে জানা গেছে। তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার জন্য চলছে গণসংযোগ। ওই ইউনিয়নের সব শ্রেণীপেশার মানুষ একতাবদ্ধ হয়ে চালিয়ে যাচ্ছে নানা আলোচনা এবং মতবিনিময় ।

এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও তার পক্ষে মাঠে কাজ করছে। ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল হক শাহীন বলেন, এবার ইউনিয়নের নির্বাচনে আমি প্রার্থী হওয়ায় এলাকাবাসীর মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। তিনি বলেন, বিগত বছর পর পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে একাট্টা হচ্ছে এলাকাবাসী।

ইউপি নির্বাচনে আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করতে কাজ করছেন ইউনিয়নের বিশিষ্টজনেরা. আমাকে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিতে এবং নির্বাচিত করতে তরুণ প্রজন্মের যুবক মাঠে কাজ করছে, ইউনিয়নের সাধারণ জনগনের দাবি একটাই পরিবর্তন।

তিনি আরও বলেন, আমি দরগা পাশা ইউনিয়নকে একটি সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।