আব্দুল্লাহ আনছারী আকরাম,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা পৌরসভার ২ নং ওয়ার্ডে ৭ই জানুয়ারী বৃহস্পতিবার জান্নাতুল মা‘ওয়া হিফজ ্মডেল মাদ্রাসার উদ্ভোধন,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভালুকার পৌরসভা ২নং ওয়ার্ড পাবলিক হল রোডস্থ উপজেলা পুকুরপাড় অবস্থিত জান্নাতুল মা‘ওয়া হিফজ্ মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহ্ মো: হাসান (সাংবাদিক) ও জান্নাতুল মা‘ওয়া হিফজ্ মডেল মাদ্রাসার সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহ্ মো: হাবিবুর রহমান (হাবিব হাসান) এর পরিচালনায় বক্তব্য রাখেন ২নং ওয়ার্ডের কমিশনার মোকলেসুর রহমান(মুকুল) মাস্টার ,ভালুকা প্রেসক্লাব এর সভাপতি শাহজাহান মিয়া,সাবেক সভাপতিকামরুল হাসান পাঠান,পুস্তক ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক এমএ সাত্তার, মুফতি শাহজাহান,উপজেলা প্রেসক্লাবভালুকা এর সভাপতি শাহ্ মো: আকরাম হোসেন, ভালুকা প্রেসক্লাব এরসাধারন সম্পাদক মো: আক্কাস আলী, শাহ আব্দুল হান্নান, যুগান্তর প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েল, দেশ রুপান্তর প্রতিনিধি শাহ্ মো: আলী আজগর , গোলাম মোস্তুফা, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আসাদুজ্জামান সুমন,শাহ্ মো: মোশারফ হোসেন (তিতুমির), , হাফেজ জাকির হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা মো: ওয়াশিকুল ইসলাম। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরন করেন।
পরিশেষে জান্নাতুল মা‘ওয়া হিফজ মডেল মাদ্রাসার উদ্দোক্তা শাহনাজ বগেম মাদরাসার র্সাবকি উন্নতি কামনা করে সকলরে কাছে দোয়া চয়েছেনে ।
আপনার মতামত লিখুন :