আশরাফুল ইসলাম রনজু ,রাজশাহীঃ
রাজশাহী জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী-তানোর) সার্কেল আব্দুর রাজ্জাক খাঁন।
অপর দিকে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান।
গত ( ৫ জানুয়ারী) মঙ্গলবার জেলা পুলিশ হলরুমে মাসিক কল্যাণ সভায় রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (বিপিএম) জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে আব্দুর রাজ্জাক ও তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসানের হাতে সম্মাননা কেষ্ট তুলে দেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, অপরাধ দমন, আইন-শৃংখলার উন্নতি, দক্ষ ও সাহসিকতা, সমাজ থেকে অপরাধ নির্মূলের জন্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ওয়ারেন্ট তামিল এবং মামলা দ্রুত নিষ্পত্তি করাসহ বিভিন্ন বিশেষ অবদান রাখায় এবং সঠিক ভাবে দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) গোদাগাড়ী-তানোর সার্কেল আব্দুর রাজ্জাক খাঁন এবং তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান।
সেই সাথে জানুয়ারী মাসের ভাল কাজের জন্য নিষ্ঠাবান ও পরিশ্রমী অফিসারদের উত্তম পুরুস্কার হিসেবে নগদ ১০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট সার্টিফিকেট দেয়া হয়।
এব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খাঁন বলেন, শ্রেষ্ঠত্ব পুরুস্কার আমার দায়িত্বভার কর্মদক্ষতা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। আগামীতে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা হার কমানোর জন্য উদ্বুদ্ধ¦করণ কর্মসূচি নিয়ে কাজ করতে চাই।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, আইন-শৃংখলায় বিশেষ অবদানের জন্য তাকে শেরে বাংলা স্মৃতি পদক পুরুস্কার প্রদান হয়েছে। তিনি বলেজন, এই সম্মান তার কর্মদক্ষতা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। আগামীতে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা হার কমানোর জন্য সচেতনতামুল কর্মকান্ড অব্যাহত থাকবে।
জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের তানোর প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েন তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, সাধারণ সম্পাদক টিপু সুলতানসহ সকল সদস্যবৃন্দ। একবার্তায় জনগনের বন্ধু হওয়ার পাশাপাশি অপরাধ দমনে পুলিশকে সহায়তা করার জন্য সকলের প্রতি আহবান জানান।
আপনার মতামত লিখুন :