প্রেমিক – এলাচি আক্তার


admin প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২১, ১১:৪৩ পূর্বাহ্ন /
প্রেমিক – এলাচি আক্তার

যে ছেলে ফুল দেখলেই ছিড়ে ফেলতে চায়
সে তো প্রেমিক নয়।
প্রেমিক তো সে হয়
যে ফুল দেখলেই তাতে জল ঢেলে দেয়।
গাছের ছায়াতলে বসি পুরালো শ্রান্তি
যাবার সময় যে ডালটা ছিড়ে নিয়া যায়
সে তো প্রেমিক নয়।
প্রেমিক তো সে হয়
যে ভাঙা ডাল কুড়ায়ে মাটিতে রোপে দেয়।
যে ছেলেটা ভীষণ জেদ পোষে অন্তরে
সে তো প্রেমিক নয়।
প্রেমিক তো সে হয় অন্তর যার শীতলময়।
সেই যে ছেলেটাকে দেখলুম কথায় কথায় রেগে যায়।
সে তো প্রেমিক নয়।
প্রেমিক তো সে হয়
রিপু করে নিবারণ রচে সহনশীলতার বলয়।
ওই যে ছেলেটাকে দেখছো সবকিছুতে বড়ই অস্থির হয়
সে তো প্রেমিক নয়।
প্রেমিক হতে গেলে ধীরতা লালন করিতে হয়।
এই যে দেখছো ছেলেটা শুধু শাসন করিতে চায়
সে তো প্রেমিক নয়।
প্রেমিক হতে গেলে সাধন ভজিতে হয়।
ভালোবাসিতে জানিতে হয়।
আকাশের মেঘ বুঝিতে হয়
সব ঋতুর আবেদন যাচিতে হয়।
কিসে শূন্যতা কিসে পুর্নতা তা বুঝিতে হয়।
স্নিগ্ধ কোমল শুভ্রতা পোষন করিতে হয়।
তবে ই তো কেউ প্রেমিক হয়।