রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার পোস্টারে ছেয়ে গেছে


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২১, ১২:০৫ পূর্বাহ্ন /
রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার  পোস্টারে ছেয়ে গেছে

আশরাফুল ইসলাম রনজু রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার নির্বাচন ৩জন মেয়র পদে প্রার্থী ভোট যুদ্ধে নেমে পড়েছে। বসে নেই কমিশনার প্রার্থীরাও বাড়ি বাড়ি যাচ্ছেন মহিলা কমিশনার প্রার্থীরা । পোস্টারে পোস্টারে ছেয়েগেছে পাড়ামহল্লার অলিগলি, দেয়ালে দেয়ালে। মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র মরহুম শীর্ষমোহম্মদ ২০০২ সালে প্রতিষ্ঠিত করে ছিলো প্রথমে প্রশাসক নিয়োগ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নির্বাচনে জয়লাভের করে প্রথম মেয়র হয়েছিলেন। এর পর আরো ২বার ভোট হয় এবং দুই বারি আ’লীগ প্রার্থী গোলাম রাব্বানী মেয়র নির্বাচিত হয়েছিন। এবার চথুর্ত বার হবে নির্বাচন হয়া। পৌরসভার মোট ভোটর ১৭ হাজার ৬ শত’৫৯ জন। পুরুষ ৮ হাজার ৬শত ৭১ জন,মহিলা ৮ হাজার ৯ শত ৮৮ জন। প্রায় (৩০০) তিন শত মহিলা ভোটার বেশি পুরুষে চেয়ে।
বর্তমানের ৩ জন মেয়র প্রার্থীসহ সাধারণ কাউন্সিল ২৯ জন সংরক্ষিত নারী কাউন্সিল ১৩ জন। রাতদিন ছুটে চলেছে মহল্লাবাসী দ্বারেদ্বারে চাইছে ভোট দিচ্ছে প্রতিশ্রুতি। আগামী ৩০ জানুয়ারী এই মুন্ডুমালা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আ’লীগ প্রার্থী আমির হোসেন আমিন নৌকা প্রতীক নিয়ে ভোট করছে। বিএনপির প্রার্থী ফিরোজ কবির এবং স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান আ’লীগের বিদ্রোহী প্রার্থী। ব্যাপক শোডাউন করে রীতি মতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। মেয়র রাব্বানীর ডান হাত খ্যাত সাইদুর পৌরসভার ঠিকাদারি করে রাত রাতি কোটি প্রতি হয়ে যায়।