আশরাফুল ইসলাম রনজু রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর তানোরে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়াম রুমে, বাংলাদেশ স্কাউট তানোর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা নির্বাহি অফিসার সুশান্ত কুমার মাহাতো সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউট রাজশাহী জেলার উপ-পরিচালক আল মামুন, বাংলাদেশ স্কাউট রাজশাহী জেলার নির্বাহী নাজমুল হক, নির্বাহী সদস্য মাহমুদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক
পারিশো দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কমল সাহা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আকচা স্কুলের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন। এ সময় উপজেলা নির্বাহি অফিসার সুশান্ত কুমার মাহাতো কে বাংলাদেশ স্কাউট তানোর উপজেলার সভাপতি, পারিষদ দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাধারণ সম্পাদক ও চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানকে কমিশনার করে কমিটি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :