রাজশাহীর তানোর পৌরসভার লীগের মেয়র পদে ইমরুল ও বিএনপি মিজান


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২১, ৯:২১ অপরাহ্ন /
রাজশাহীর তানোর পৌরসভার লীগের মেয়র পদে ইমরুল ও বিএনপি মিজান

আশরাফুল ইসলাম রনজু রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ ও বিএনপি।

চতুর্থ ধাপে এ পৌরসভা নির্বাচনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজশাহীর তানোর পৌরসভায় মেয়রপদে চূড়ান্ত মনোনয়ন পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন রাজশাহীর তানোর পৌর আ’লীগের সভাপতি ইমরুল হক ও বিএনপি থেকে মনোনয়ন পেয়ে ধানের শীষ নিয়ে দ্বিতীয় বারের মতো নির্বাচন করবেন বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান। গত (১৩ জানুয়ারী) বুধবার রাতে দুই দল এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে আওয়ামী লীগের মেয়র পদে চূড়ান্ত মনোনয়ন প্রাপ্ত প্রার্থী তানোর পৌর আ’লীগের সভাপতি ইমরুল হক জানান, আমার প্রতি প্রধানমন্ত্রীর বিশ্বাস ও আস্থা আছে বলেই আমাকে আবারও মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। পৌরসভা গঠনের শুরুতে কাউন্সিলর ও পরে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছি। সারাজীবন জনগণের সেবা করে এসেছি। সেই দিক বিবেচনায় আমার প্রতি জননেত্রী শেখ হাসিনা আস্থা রাখায় তাঁর প্রতি কৃতজ্ঞ। আমি তার বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করব।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি থেকে মেয়র পদে মনোনয়ন চূড়ান্ত প্রার্থী মেয়র মিজান বলেন, গত ২৪ নভেম্বর দল আমাকে মেয়র পদে প্রার্থী হিসেবে সিলেকশন করেছে। আমি দলের প্রতি কৃতজ্ঞ। নির্বাচন যদি অবাদ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় এবং ভোটার যদি ভোট দিতে পারে তাহলে এবারও আমাদের বিজয় সুনিশ্চিত।

প্রসঙ্গ, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ই জানুয়ারী। আর বাছাই ১৯ জানুয়ারী। তবে প্রত্যাহার করা যাবে ২৬ জানুয়ারী। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারী।