আশরাফুল ইসলাম রনজু, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর সভা নির্বচনে প্রার্থীদের ঘুম নেই ।পোষ্টারে পোষ্টারে ছেঁয়ে গেছে পৌর এলাকার হাট বাজার পাড়া মহল্লা।
সেই সাথে প্রার্থীদের প্রচার প্রচারনা ও গনসংযোগে মুখোর হয়ে উঠতে শুরু করেছে পৌর এলাকা। ফলে মুন্ডুমালা পৌর সভার নির্বাচন ঘিরে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি উৎসবের আমেজ বিরাজ করছে।
মুন্ডুমালা পৌর সভার বিভিন্ন এলাকার ভোটারসহ প্রার্থীদের সাথে কথা বলে জানা গেছে, শান্তিপ্রিয মুন্ডুমালা পৌরবাসী নির্বাচন নিয়ে কোন রকম সংঘাত বা প্রতি হিংসার রাজনীতিতে বিশ্বাষ করে না।
তারা বলছেন, প্রার্থীসহ তাদের নেতা কর্মি ও সমর্থকরা শান্তির বার্তা নিয়ে উৎসব মুখোর পরিবেশে সবাই নির্ধিদায় ভোটারদের কাছে গিয়ে নিজ নিজ যোগ্যতা তুলে ধরে ভোট প্রার্থনা করতে শুরু করেছেন।
মুন্ডুমালা পৌর এলাকায় নির্বাচনী আমেজে উৎসব মুখোর পরিবেশের রুপ নিতে শুরু করেছে।
সেই সাথে প্রার্থীরা তাদের নিজ নিজ কর্মি সমর্থকদের দিয়ে ইচ্ছেমত পোষ্টার ফেষ্টুন ও ব্যানার লাগাচ্ছেন।
কেউ কাউকে কোন রকম বাধা দিচ্ছে না। সব মিলিয়ে মুন্ডুমালা পৌর এলাকায় প্রচার প্রচারনার তৃতীয় দিন চলছে, উৎসব মুখোর পরিবেশের সৃষ্টি হয়েছে।
পৌরসভার নির্বাচন২০২১সালের ৩০জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই পৌরসভায় ৩ জন মেয়র প্রার্থী ভোট যুদ্ধ নেমে পড়েছে। এরা হলো আ’লীগের আমিন হোসেন আমিন, বিএনপির ফিরোজ এবং স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান। অপর দিকে সংরক্ষিত নারী কাউন্সিলার প্রার্থী ১৩ জন রয়েছে। সাধারণত কমিশনার পদে ২৯ জন। প্রার্থীরা নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যাপক ব্যস্ত হয়ে পড়েছে, এ পাড়া থেকে ওই পাড়া দৌড়ঝাঁপ শুরু করেছে প্রার্থীরা দিনরাত বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। যে যেমনভাবে পাচ্ছে প্রতিশ্রুতি দিচ্ছে চেষ্টা করছে ভোটারের মন জয় করার।আজ আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমিন টেটনা পাড়া, যোগদিশপুর, আদিবাসী পাড়া ও তালোকপাড়া গণসংযোগ করেন । অন্যদিকে ফিরোজ ফিরোজ কবির ধানের শীষ মার্কা প্রার্থী ২নং ওয়ার্ডে চিনাশো, আমপুকুরিয়া, সরদার পাড়া, আদিবাসী পাড়া এবং কাউন্সিল মোড়ে গণসংযোগ করেন। বসে নেই স্বতন্ত্র প্রার্থী ও চুষে বেড়াচ্ছে এ পাড়া থেকে ওই পাড়ার, ওই মোহল্লা থেকে ওই মোহল্লা বাজার ঘাট থেকে জনগণের বাড়ি বাড়ি । ফুরফুরে মেজাজেই ঘুরছেন সাইদুর রহমান স্বতন্ত্র পদপ্রার্থী তিনি আজ ১ওয়ার্ডে পাচন্দর উত্তরপাড়া, দক্ষিনপাড়া , মলোভিপাড়া,বাগমারা ও মাহালীপাড়া গণসংযোগ করেন । তার অভিমত ঠিকভাবে ভোট হলে জনগণ সঠিক ভাবে ভোট দিতে পারলে, রায় আমার দিকে যাবে। বিএনপির প্রার্থী ধানে শীষ প্রার্থী ফিরোজ কবির আজকের কাগজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেয়ার ভোট হলে জয়যুক্ত হবো ইনশাল্লাহ। সঠিক ভাবে ভোট হলে ধানের শীষ জয়যুক্ত হবে ইনশাল্লাহ । নৌকা প্রার্থী আমির হোসেন আমিন জানান, জনগণ আমার পক্ষে রায় দেবে আওয়ামী লীগ সরকার উন্নয়নের প্রতীক। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা আমার হাতে তুলে দিয়েছে আমার বিশ্বাস নৌকা প্রতীক জয়যুক্ত হবে। জনগণের সাথে কুশল বিনিময়ের সময় জনগণ আমাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।মোট ভোটার সংখ্যা পুরুষ ও মহিলা মিলে ১৭৬৫৯ হাজার ভোটার ।এর মধ্যে পুরুষ ভোটার ৮হাজার ৬শত ৭১জন এবং মহিলা ভোটার ৯হাজার ৯শত ৮৯ জন। আ’লীগ প্রার্থী আমির হোসেন আমিন নৌকা, বিএনপির প্রার্থী ফিরোজ কবির ‘ধানের শীষ’ স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান ‘ জগ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করবে । গত পৌরসভা নির্বাচনে ‘নৌকা’ আ’লীগ প্রার্থী গোলাম রাব্বানীর নিকট ২২শ ভোটে হেরেছিল, ধানের শীষ প্রার্থী ফিরোজ কবির। গত নির্বাচনে মুন্ডুমালা পৌরসভায় বিএনপির বিদ্রোহী ও জামায়াতের প্রার্থী ছিলো, যেটা এবার আ’লীগ দলে বিদ্রোহী প্রার্থী রয়েছে। সেই দিক বিচার করলে বিএনপির প্রার্থী সুবিধাজনক অবস্থানে আছে বলে ধানের শীষ প্রার্থী জানান। স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে ভোট করছে। যাই হোক মুণ্ডুমালা পৌরসভায় নির্বাচনে এবার ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
আপনার মতামত লিখুন :