কলকাতায় ফের অগ্নিকাণ্ড


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২১, ৩:৪৯ অপরাহ্ন /
কলকাতায় ফের অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্কঃ ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় শহরের শুলংগুড়ি এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি বাড়ি। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা এবং ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে পাশের তিনটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এর আগে, বুধবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজার ব্রিজের কাছে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয় একটি বস্তি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগে নিউটাউনের শুলংগুড়িতে। ঘটনাস্থলের পাশে একটি জলাশয় থেকে পানি নিয়ে স্থানীয়রাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

পিবিএ/এমএসএম