অনলাইন ডেস্কঃ পূর্ব শাহী ঈদগাহ, টিবি গেইটস্থ দর্পন সমাজ কল্যাণ সংস্থার ২০২১-২০২২ কর্ম পরিষদ এর কমিটি গঠন করা হয়েছে।
সভাপতি – আবু জাফর আব্দুল্লাহ আল মামুন সাধন ও
সাধারণ সম্পাদক – মনোয়ার হোসেন মুরাদ এবং
সিনিয়র সহ সভাপতি – আব্দুস শহিদ শাহিন।
সহ সভাপতি – শাহ শামিম আহমদ
সহ সভাপতি – মোসাদ্দেক আহমেদ।
সহ সভাপতি – মিলোয়ার হোসেন মিলাদ।
সহ সভাপতি – রেজাউল করিম শাহিন।
সহ সভাপতি – মির্জা আব্দুল বরাত।
সহ সভাপতি – নুরুল আমিন সোহেল।
সহ সাধারণ সম্পাদক – রুমেল আহমেদ।
সহ সাধারণ সম্পাদক – মুন্না আহমেদ।
সাংগঠনিক সম্পাদক – শরিফুজ্জামান লিমন।
সহ সাংগঠনিক সম্পাদক – কামরুল হাসান চৌধুরী।
উক্ত সভায় দর্পন সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মন্ডলির সভাপতি জনাব এডঃ শাহ মোশাহিদ আলি৷ সদস্য হাজী তারেক হুসেন তারু মিয়া, কামাল আহমেদ, মওদোদুল হক মওদুদ, কিবরিয়া আহমেদ সহ এলাকার সকল পর্যায়ের যুব সমাজ উপস্থিত ছিলেন।
এবং উক্ত কমিটিকে আগামী ১ সপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ করার নির্দেশনা ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে রজত জয়ন্তী পালনের জন্য বিশেষ প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে উক্ত সভার সমাপ্তি ঘোষণা করেন জনাব এডঃ শাহ মোশাহিদ আলি।
আপনার মতামত লিখুন :