আব্দুল্লাহ আনছারী আকরাম ময়মনসিংহ প্রতিনিধি: ১৫ ই জানুয়ারী রোজ শুক্রবার সন্ধ্যায় ত্রিশাল উপজেলাধীন মোক্ষপুর ইউনিয়নের সাপখালী তুফানিয়া হাফিজিয়া ফুরকানিয়া এতিমখানা মাদরাসায় স্বেচ্ছাসেবী সংগঠন “মানবসেবা এসোসিয়েশন” এর উদ্যোগে আল-কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ও আশার আলো ফাউন্ডেশন এর সার্বিক তত্ত্বাবধানে হাফেজদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে অত্র মাদরাসার সভাপতি আঃ হালিম সিপাই এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপখালী দক্ষিণ পাড়া জামে মসজিদের সভাপতি মোফাজ্জল হোসেন মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রমজান আলী (অব) কৃষি কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ অবঃ প্রাপ্ত শিক্ষক, আশরাফুল কবির শিপন প্রধান শিক্ষক, নূরুল ইসলাম সহকারী শিক্ষক, রফিকুল ইসলাম সহকারী শিক্ষক।
মানবসেবা এসোসিয়েশন এর পক্ষে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ ইয়াসিন আরাফাত সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ সদস্য আলিফ মাহমুদ তায়েফ প্রমুখ।
আরও বক্তব্য রাখেন আশার আলো ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আব্দুল্লাহ আনছারী আকরাম , আল-কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ সরকার।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন মানবসেবা এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ মুনিরুজ্জামান মুবিন সদস্য মোঃ আলম মিয়া, মোঃ বরকত উল্লাহ টিটু এ সময় মাদরাসার ছাত্রসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
সব শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
আপনার মতামত লিখুন :