কামরুল হাসান চৌধুরী তুহিনঃ স্বাধীনতার ৫০ বছর পূর্তির সন্ধিক্ষণে দাড়িয়ে বাংলাদেশ, দেশের সবার সাথে পিছিয়ে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও। তাই এই উৎসবে যুক্ত হওয়ার জন্য লাল সবুজের সমারোহে বিসিবি তৈরি করেছে তাদের খেলোয়াড়দের জন্য নতুন জার্সি।
এবারের জার্সিটি তৈরি করেছেন আমাদের সিলেটের গর্ব আহমেদ স্বপন। তিনি নিজ উদ্দোগে ৮ টি জার্সির ডিজাইন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করার পর পান এই সফলতা।
বিসিবির কর্তা আকরাম খান সাংবাদিকদের জানান, পুরো দেশবাসীর মতো আমাদের ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়েরাও এই এটাতে যুক্ত হতে চাচ্ছে। এটা আমাদের জন্য এক বিশেষ বছর যেহেতু স্বাধিনতার ৫০ বছর পূর্তি। এটা উদযাপন করতে আমরা জার্সির বিষয়টি মাথায় রেখেছি। জার্সির ডিজাইনটাও বাংলায় পতাকার মতো লাল সবুজ দিয়ে করা হয়েছে।
ডিজাইনের বিষয়ে জানতে চাইলে আহমেদ স্বপন বলেন, আমাদের মুক্তিযুদ্ধকে ফোকাস করেই এই কাজ টা সম্পন্ন করার চেষ্টা করেছি, ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে ৫০ বছর পূর্তিতে দেশের ক্রিকেট প্রেমিদের জন্য কিছু একটা করতে পারলাম। সামান্য হলেও তাদের মনে কিছু আনন্দ দিতে পারলাম।
তিনি আরো বলেন,অনেক পরিশ্রম করে, মুক্তিযুদ্ধের থিম লাল সবুজ এর উপর প্রায় ৮ টি ডিজাইন বিসিবির কাছে পাঠিয়েছিলাম, সেখান থেকে নির্বাচিত হয়েছে এটি। ভবিষ্যতে সুযোগ পেলে আরো অনেক ভালো কিছু করার আশা ব্যাক্ত করেন সিলেটের গর্ব এই আহমেদ স্বপন।
ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এই জার্সি। প্রচলিত ডিজাইনের বাইরে লাল সবুজে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ত্যাগের তাৎপর্যকে ধরে রেখে তৈরি এই জার্সি ব্যাপক সাড়া ফেলেছে যুব সমাজের মনে ।
কিন্তু এই পথ কখনই সহজ ছিলনা, স্বপন ২০১৫ সালে বাফুফের জার্সি ডিজাইনে অংশ গ্রহন করেন, কিন্তু সফলতা না পেলেও চেষ্টা অব্যাহত রাখেন৷ পরে ২০১৮ সালে বসুন্ধরা কিংস এর জার্সি ডিজাইনের প্রতিযোগিতায় প্রথম হন ও ১ লক্ষ টাকা পুরস্কারও জিতেন তিনি।
দেশের আসন্ন আগামী ক্রিকেট ম্যাচ হবে স্বপনের ডিজাইনকৃত এই জার্সি পরেই।
তিনি মহান সৃষ্টি কর্তার কাছে কৃতজ্ঞতা ও সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চান যাতে আগামীতে আরো ভালো কিছু উপহার দিতে পারেন।
আপনার মতামত লিখুন :