রাজশাহীর তানোরে সাংবাদিক এর সঙ্গে আ’লীগর মেয়র প্রার্থীর ইমরুলের মতবিনিময় সভা


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২১, ৫:১০ অপরাহ্ন /
রাজশাহীর তানোরে সাংবাদিক এর সঙ্গে আ’লীগর মেয়র প্রার্থীর ইমরুলের মতবিনিময় সভা

আশরাফুল ইসলাম রনজু রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর তানোরে আজ সোমবার ১৮ জানুয়ারী তানোর পৌরসভার আ’লীগের মেয়র প্রার্থী ইমরুল হকের বাসায় সুজন্য সাক্ষাতে তানোর উপজেলার সকল সাংবাদিকরা উপস্থিত হয়েছিলেন। আসন্ন তানোর পৌরসভা নির্বাচনে আ’ লীগের মনোনীত প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক,তার নিজ বাড়িতে সাংবাদিক নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন , প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান সিনিয়র সহ সভাপতি আশরাফুল ইসলাম রঞ্জু,সহ সভাপতি মামুন ও সহ-সভাপতি আশরাফুল আলম, যুগ্নু সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, সাংবাদিক মনিরুজ্জামান মনি,সবুর ,সোহেল রানা ,টুটুল ও পারভেজ । তালন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজীব সরকার হিরো,
সাধারণ সম্পাদক সরদার, সাবেক কাউন্সিলর পিয়ারুল হক, সাবেক ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম পাপুল সরকার,সাবেক ছাত্রলীগ নেতা মৃদুল কুমার ঘোষ,পৌর যুবলীগের সাবেক নেতা আরিফ উদ্দিন বাচ্চু, ছাত্রলীগ নেতা সোহেল রানা তানোর প্রেসক্লাবে সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নৌকার প্রার্থী ইমরুল হক বলেন, আসন্ন তানোর পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার লক্ষ্যে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে, যাতে করে কেউ নির্বাচনকে যেন প্রশ্নবিদ্ধ নির্বাচন না বলতে পারে । এই পৌরসভার মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে আমার তাকেই মেনে নেব। নির্বাচনে যেন কোনো কারচুপি না হয় সেজন্য সাংবাদিকদের তিনি খেয়াল রাখার জন্য তিনি অনুরোধ করেন।
তিনি আরো বলেন, জনগণ যেন নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেদিকে সাংবাদিকদের লক্ষ্য রাখতে হবে । তিনি দাবি করেন সুষ্ট নির্বাচন হলে নৌকার জয় হবে ।