আশরাফুল ইসলাম রনজু রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর তানোর পৌরসভা নির্বাচন উপলক্ষে সকলের প্রার্থীর উপস্থিতিতে আজ যাচাই-বাছাই শেষে ৪জন মেয়রপ্রার্থীর মনোনয়ন পত্র বৈধ হিসেবে প্রাথমিক ভাবে ঘোষণা করেছেন চলতি দায়িত্ব প্রাপ্ত রিটানিং কর্মকর্তা তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো।
রিটার্নিং অফিসারদের জানা যায়, তানোর পৌরসভার ৪ জন মেয়র প্রার্থী ৩৪ জন সাধারন কাউন্সিলার ও মহিলা সংরক্ষিত কাউন্সিলর ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। ঋণ খেলাপির জন্য সাধারণ কাউন্সিলার ৭ নম্বর ওয়ার্ডের নওশাদ কে বাতিল বলে ঘোষণা করেছে। তবে আগামী ২৬ জানুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে বলে রিটার্নিং কর্মকর্তা জানান। তানোর পৌরসভার পুরুষ ও মহিলা মিলে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৬শত ৬৭জন । তানোর পৌরসভার নৌকা প্রার্থী পৌর আ’লীগের লীগের সভাপতি ইমরুল হক, বিএনপির প্রার্থী বর্তমান মেয়র উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ধানের শীষ প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক লাঙ্গল প্রতীক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়েছেন। মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে ধানের শীষ প্রার্থী ও নৌকার প্রার্থী একসঙ্গে ক্যামেরাবন্দি হন দুজন।
আপনার মতামত লিখুন :