ভালুকায় “মানবসেবা এসোসিয়েশন” এর উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরণ


admin প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:০৮ অপরাহ্ন /
ভালুকায় “মানবসেবা এসোসিয়েশন” এর উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরণ

আব্দুল্লাহ আনছারী আকরাম,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় “মানবসেবা এসোসিয়েশন” এর উদ্যোগে সময়ের শ্রেষ্ঠ সন্তানদের মাঝে পবিত্র কোরআন শরীফ করা হয়েছে।

শনিবার ২৯ জানুয়ারী রোজ শুক্রবার বিকেলে রাজৈ ইউনিয়নের “আফাজ উদ্দিন আছিয়া হাফিজিয়া মাদ্রাসা” হল রুমে “মানবসেবা এসোসিয়েশন” এর কোষাধ্যক্ষ মুনিরুজ্জামান মুবিনের পরিচালনায় পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজৈ ওয়ার্ডের মেম্বার শেখ মোঃ ইব্রাহিম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মোঃ সৈকত আলী বেপারী।

এ সময় অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ আবুল বাশার, মোঃ ইয়াসিন আরাফাত।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মোঃ আলম মিয়া, সংগঠনের প্রতিনিধি পরিষদ সদস্য মোঃ আমানউল্লাহ , মোঃ জুলহাস উদ্দিন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ মোঃ মোজাহিদুল ইসলাম,শাহ মোঃ ফরিদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজ।

অনুষ্ঠান শেষে অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা শামিম আহমেদ এর পরিচালনায় দেশ ও জাতির মঙ্গল কামনায় ও মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।