আবুল কালাম আজাদ জালাল ফাউন্ডেশন উদ্যোগে ইফতার সামগ্রী বিতারন।


admin প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২১, ৯:৫১ পূর্বাহ্ন /
আবুল কালাম আজাদ জালাল ফাউন্ডেশন উদ্যোগে ইফতার সামগ্রী বিতারন।

এম এ আলম,চৌদ্দগ্রাম প্রতিনিধিঃচৌদ্দগ্রাম চিওড়া ইউনিয়ন বিভিন্ন গ্রামের দরিদ্র অসহায়দের মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষে আবুল কালাম আজাদ জালাল ফাউন্ডেশন উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করেন (৬ এপ্রিল মঙ্গলবার) বিকেলে ২২৫ পরিবারের মধ্যে অসহায় দরিদ্রদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ জালাল ফাউন্ডেশন পরিচালক ও পরিবারের সদস্যগন এ ব্যাপারে আবুল কালাম আজাদ জালাল জানান করোনা ভাইরাস মোকাবিলায় দেশ লক ডাউন চলছে লক ডাউনের ফলে শ্রমিকদের হাতে কাজ নেই অসহায় হয়ে পড়েছে এলাকার সাধারণ দিনমজুর ও শ্রমিকরা মহামারি করোনার প্রভাবে অসহায় মানুষের পাশে পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা আবুল কালাম আজাদ জালাল ফাউন্ডেশন উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছর ও চিওড়া ইউনিয়নের,চিওড়া গ্রাম , নোয়াপুর, চড়পাড়া, হান্ডা, সাহেবনগর, জিনিদকরা, ডিমাতলী, কান্দিরপার, রামপুর, সুজাতপুর, শাকতলাসহ, এই কয়েক টি গ্রামে ইফতার সামগ্রী ২২৫ টি পরিবারের মধ্যে তুলে দিয়েছেন আবুল কালাম আজাদ জালাল ফাউন্ডেশন পরিচালক ইফতার সামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, আলু পিয়াজ, ছোলা বুট , চিড়া, টেং, চিনি,তৈলসহ ইফতার সামগ্রী বিতারন করা হয়। এছাড়াও কয়েক জনকে ২০কেজি করে ও ১০ কেজি করে চাওল বিতারন করেন।