অজয় সাহা, রায়পুরা (নরসিংদী): নরসিংদীর রায়পুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচীর আয়োজন করে সবুজ আন্দোলন ফাউন্ডেশন।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সবুজ আন্দোলন ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তফা খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক।
সবুজ আন্দোলন উপজেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এ.একে.এম সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোঃ জামাল মোল্লা, সবুজ আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি ড. মোঃ মোয়াজ্জেম হোসেন, রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের অধ্যক্ষ ড. শফিউল আজম কাঞ্চন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বনি আমিন খান, প্রাণী সম্পদ কর্মকর্তা আজহার উল আলম, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নুর উদ্দিন আহমেদ, সবুজ আন্দোলন রায়পুরা উপজেলা শাখার আহবায়ক মো. শাখাওয়াত হোসেন, সদস্য সচিব মো. রফিকুল হক রফিক, কমিটির সবুজ আন্দোলন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন ভুইয়া, রায়পুরা পৌরসভা শাখার আহবায়ক খন্দকার শাহনেওয়াজ, সদস্য সচিব সাংবাদিক অজয় কুমার সাহা সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে সবুজ আন্দোলনের পক্ষ হইতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিনা মুল্যে বিভিন্ন জাতের দেশীয় চারা বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক।
এছাড়াও শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পিবিএ/এমএসএম
আপনার মতামত লিখুন :