আশরাফুল ইসলাম রনজু রাজশাহী প্রতিনিধিঃরাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০ অক্টোবর ) সকালে উপজেলার চৈত্রতী বাগানে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ ও আয়েন উদ্দনি।
পবা ৫ নং হড়গ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী প্রধান শিক্ষ ফারুক হোসেনের ‘নৌকা’।
উপজেলার হড়গ্রাম ৫নং ইউপি আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদে সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্ত রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফর রহমান,
বক্তারা বলেন, তিন টার্মে জামায়াত নেতা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউনিয়নে তেমন কোন উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারকে শক্তিশালী করতে হলে কাধে কাধ রেখে সবায়কে একসাথে নৌকার বিজয়ের লক্ষে কাজ করতে হবে। নির্বাচনী সভায় হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সহযোগি সংগঠনের প্রত্যেকে নৌকার বিজয়ে একসাথে কাজ করার অঙ্গীকার করেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পবা উপজেলার সংগ্রামী সভাপতি জননেতা বীরমুক্তিদ্ধা ইয়াছিন আলী। হড়গ্রাম ইউপির ছাত্রলীগের সভাপতি মুস্তাক আহম্মেদ, ছাত্রলীগের সাধারন সম্পাদক আমির হোসেন আ’লীগের নেতা মানিক সহ ৫নং হড়গ্রাম ইউনিয়ানে আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা।
আপনার মতামত লিখুন :