চেয়ারম্যান প্রার্থাী জালাল গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন


admin প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২১, ১০:৩১ অপরাহ্ন /
চেয়ারম্যান প্রার্থাী জালাল গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন

আশরাফুল ইসলাম রনজু, নিজস্ব প্রতিবেদক :
হাই কোট থেকে আনুমতি নিয়ে আজ সোমবার সকালে নৌকা প্রতীকে নিয়ে শোডাইন করে। শোডাইন চাত্র্যা থেকে শুরু পাকড়ি গোয়ালা পাড়া,স্কুলপাড়া,দিঘিপাড়া, মসড়া,গোল্লা, বারহাটি সহ ইউপির সব এলাকায় ২শত মটরসাইকেলের বিশাল শোডাউন করে নির্বচনী প্রচারনায় নেম পড়েছেন। গতশনিবার ঢাকা থেকে বিমান রাজশাহী বিমানবন্দরে হয়ে বাড়ি আসে। এসেই মোটরসাইকেল শোডাউন দিয়ে ইউপির বাসির নজর কাড়েছেন। আসন্ন ইউপি নির্বাচন ঘিরে রাজশাহীর গোদাগাড়ী নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দীন গণসংযোগ ও উঠান বৈঠক শুরু করছে। সম্প্রতি দলীয় মনোনয়ন হাতে পেয়ে বেশ কয়েক দিন ধরে উঠান বৈঠক গণসংযোগ করছেন। বিশেষ করে উপজেলার পাকড়ি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তিনি সহকারি শিক্ষক ব্রামন গ্রাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশা নিয়োজিত আছেন ।
নৌকার প্রার্থী জালাল উদ্দীন ৩ নং পাকড়ি ইউপির ভোটারদের নজর কেড়েছেন। বড় বিষয় জালাল উদ্দীন পাকড়ি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন তিনি ৬ ওয়ার্ডের ইউপি সদস্য বর্তমানে ভোটারদের সাড়াও পাচ্ছেন।
নতুন প্রজন্মের তারুণ্যে ভরা উদ্দীপ্ত প্রদীপ শিখা,বঙ্গবন্ধুর আদর্শে ভরা আলোকোজ্জ্বল আলো ঝলমল নির্ভীক নেতা জালাল। জনসার্থ কল্যাণ কাজে সব সময় পাকড়ি ইউপির জনগণের পার্শে থেকে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল নক্ষত্র, এলাকায় জনগণের অভিমত তিনি জনদরদি, ভদ্র-নর্ম সুশিক্ষিত, সদ্যলোভি বিনয়ী আচার আচার-আচরণে ভালো ব্যবহার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জালাল উদ্দীনের।
দলীয় সূত্র জানায়, গত মাসের ৩১ অক্টোবর হাই কোট থেকে রায নিয়ে আজ ১ নভেম্বর সোমবার নৌকার শোডাউন করেন মোটরসাইকেল নিয়ে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে পাকড়ি ইউপির বিভিন্ন এলাকায় আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করতে দেখা যায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দদের সঙ্গে তার সুসম্পর্ক । ভোটের মধ্যে ব্যাপক পরিচিতি রয়েছে কারণ তিনি ঐ ইউনিয়ন পরিষদে দীর্ঘ সময় ইউপি সদ্যস ছিলেন ৬নং ওয়ার্ডে। সেই সুবাদে পাকড়ির ইউপির জনগণের সঙ্গে জানাশুনা মোটামুটি ভাল। এলাকার জনগণের অভিমত তিনি একজন ভালো মানুষ। সে
উন্নয়ন করার সুযোগ পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন নৌকার প্রার্থী উপজেলার পাকড়ি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৬নং ওয়ার্ডের ইউপির সদস্য। বিভিন্ন গ্রামের উঠান বৈঠক ও সেন্টার কমিটি গঠন করছেন। তিনি মোড়ে মোড়ে পৃথকভাবে শুভেচ্ছাসহ কুশল বিনিময় ও গনসংযোগ করেন।

প্রসঙ্গ, আগামী ১১ নভেম্বর আসন্ন ইউপি নির্বাচন ঘিরে গোদাগাড়ী উপজেলার ৯ টি ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী