আশরাফুল ইসলাম রনজু নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর তানোর উপজেলার ৬টি ইউপির ৪ টিতে নৌকা ও ২ টিতে আ’ লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
১নং কলমা
ইউপিতে ৫হাজার, ৫শ’ ১০ ভোট বেশী পেয়ে আ’ লীগ বিদ্রোহী (চশমা) প্রতিকের স্বতন্ত্র প্রার্থী তানোর উপজেলা আ’ লীগ ১নং সহ-সভাপতি খাদেমুন্নবী বাবু চৌধুরী বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ৭শ’ ৬৬ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দী আ’ লীগ দলীয় (নৌকা) প্রতিকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান কলমা ইউনিয়ন আ’ লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন পেয়েছেন ৭হাজার ২শ’ ৫৬ভোট।
২নং বাধাইড়
ইউপিতে ১হাজার, ৮শ’ ৯৫ ভোট বেশী পেয়ে আ’ লীগ (নৌকা) প্রতিকের প্রার্থী বাধাইড় ইউপি আ’ লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫হাজার, ৪শ’ ২৩ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি (আনারস) প্রতিকের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা কামরুজ্জামান হেনা পেয়েছেন ৩ হাজার ৫শ’ ২৮ভোট।
৩নং পাঁচন্দর
ইউপিতে ১হাজার, ৪শ’ ৩২ ভোট বেশী পেয়ে আ’ লীগ (নৌকা) প্রতিকের প্রার্থী পাঁচন্দর ইউপি আ’ লীগ সভাপতি আব্দুল মতিন বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ৮হাজার, ৭ শ’ ৫১ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দী আ’ লীগ বিদ্রোহী (মটরসাইকেল) প্রতিকের স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম পেয়েছেন ৭হাজার ৩শ’ ১৯ভোট।
৫নং তালন্দ
ইউপিতে ২শ’ ৩৩ ভোট বেশী পেয়ে আ’ লীগ বিদ্রোহী স্বতন্ত্র (আনারস) প্রতিকের প্রার্থী তালন্দ ইউনিয়ন আ’ লীগ সভাপতি নাজিম উদ্দীন বাবু বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২হাজার ৩শ’ ২১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দী অপর আ’ লীগ বিদ্রোহী (মটরসাইকেল) প্রতিকের প্রার্থী পেয়েছেন ২ হাজার ৮৮ ভোট। জামায়ানেতা (চমশা) প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আক্কাশ আলী পেয়েছেন ২হাজার, ৬২ ভোট এবং আ’ লীগ দলীয় (নৌকা) প্রতিকের প্রার্থী তানোর উপজেলা আ’ লীগ যুগ্ন সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম পেয়েছেন ১হাজার ৪শ’ ১২ভোট।
৬ নং কামারগাঁ
ইউপিতে ১হাজার ৮শ’ ৯৪ ভোট বেশী পেয়ে নৌকা প্রতিকের প্রার্থী কামারগাঁ ইউপি আ’ লীগ সভাপতি ফজলে রাব্বী ফরহাদ বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭হাজার ৭ শ’ ৮০ ভোট
তার নিকটতম প্রতিদ্বন্দী আ’ লীগ বিদ্রোহী স্বতন্ত্র (মটরসাইকেল) মোসলেম উদ্দীন প্রামানিক পেয়েছেন ৫হাজার ৮শ’ ৮৬ ভোট।
৭ নং চান্দুড়িয়া
ইউপিতে ৫শ’ ৭৮ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আ’ লীগ দলীয় (নৌকা) প্রতিকের প্রার্থী চান্দুড়িয়া ইউনিয়ন আ’ লীগ সভাপতি মুজিবুর রহমান। তিনি পেয়েছেন ৩হাজার ৮ শ’ ৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দী আ’ লীগ বিদ্রোহী (মটরসাইকেল) প্রতিকে স্বতন্ত্র প্রার্থী তানোর উপজেলা আ’ লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম পেয়েছেন ৩ হাজার, ২ শ’ ৩০ভোট।
আপনার মতামত লিখুন :